বিদ্যালয়টি সুনামগঞ্জ শহর থেকে ২৫ কিঃ মিঃ দূরে দুর্গম এলাকায় অবস্থিত। বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ আছে। ইহার পাশে রয়েছে রক্তি নদী।
বিদ্যালয়টি গৌরারং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অবস্থিত। ভবনের ধরনঃ অর্ধপাকা, পাকা ভবনের সখ্যা ০২ টি, চেয়ার সংখ্যা-৭টি, জমির পরিমাণঃ ৪১ শতাংশ, কক্ষ সংখ্যা-০৬, বেঞ্চ সংখ্যা-৩২, টেবিল সংখ্যা- ০৭।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৩০ | ৬৭ | ৪৭ | ৪২ | ৩৭ | ২০ |
১। রাদা কান্ত রায়, ২। আয়না মিয়া, ৩। মোঃ লাল মিয়া, ৪। জড়দিশ দাশ, ৫। কুমুদিনী দাশ, ৬। রাবেয়া বেগম, ৭। কালি রানী রায়, ৮। সুমন রানী দাশ, ৯। ফাতেমা বেগম, ১০। শরীফ উদ্দিন, ১১। রত্না রায়, ১২। হাওয়ারুন নেছা।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ১০০% | ১০০% | ১০০% |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
ক্যাচমেন্ট এলাকার শিশু ভর্তি নিশ্চিত হয়েছে। উপস্থিতির হার বেড়েছে। পাশের হার বেড়েছে। বিদ্যালয়ের মান সম্মত পাঠদানের জন্য শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী সমাপনী পরীক্ষায় ও পাশের হার ১০০% অর্জন হবে বলে আশা রাখি। |
স্কুলগামী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ৫ বৎসর বিদ্যালয়ে ধরে রেখে সকল ছাত্র/ছাত্রীকে সমাপনী পরীক্ষা ১০০% পাশের হার নিশ্চিত করা। সমাজে বিভিন্ন পেশার মানুষদের বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে নিয়ে আসতে হবে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে।
মোছাঃ হাওয়ারুন নেছা
প্রধান শিক্ষক
নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ নিয়ামতপুর,পোঃ গৌরারং
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস