সেনেগালের রাজধানী ডাকারে আগামী ১২ থেকে ১৬ মে অনুষ্ঠিতব্য গ্লোবাল ল্যান্ড ফোরাম-২০১৫ তে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন (আইএলসি) এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ পৃথক চিঠিতে জেলা প্রশাসক মহোদয়কে উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য এই আমন্ত্রণ জানিয়েছে। উক্ত সম্মেলনে হেলভেটাস বাংলাদেশ এর "Support to landless people to apply for formal access to public 'khas' land" প্রজেক্টটি পুরষ্কারের জন্য প্রাথমিক মনোনয়ন লাভ করেছে। জেলা প্রশাসন সুনামগঞ্জ এই প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের গর্বিত অংশীদার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস