গত ৩১ জুলাই ২০১৭ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টারে নতুন সেবা যুক্তকরণ ও এজেন্ট ব্যাংকিং ফলোআপ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়। সহকারী কমিশনার (আইসিটি) জনাব ফয়সাল রায়হানের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কামরুজজামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। কর্মশালায় এটুআই এর প্রতিনিধি, ব্যাংক এশিয়ার প্রতিনিধি এবং জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় এজেন্ট ব্যাংকিং এর বর্তমান অবস্থা ও ভবিষ্যত করনীয় সম্পর্কে উন্মুক্ত আলোচনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস